কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে বালুবাহী ট্রাকচাপায় আচার বিক্রেতা নিহত, সড়ক অবরোধ

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ২২ মে ২০১৯, বুধবার, ৭:০৫ | কুলিয়ারচর 


কুলিয়ারচরে বালুবাহী ট্রাকের চাপায় আবু বাক্কার ছিদ্দিক (৬৫) নামে এক আচার বিক্রেতা নিহত হয়েছে। বুধবার (২২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়াগাঁও বাস্ট্যান্ড সংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে আচার বিক্রি করার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় আধঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।

নিহত আবু বাক্কার ছিদ্দিক উপজেলার ছয়সূতী ইউনিয়নের লনাবাইদ গ্রামের মৃত খয়রম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায় যায়, আবু বাক্কার ছিদ্দিক আচার বিক্রি করে পরিবারের ভরণ-পোষণ করেন। বুধবার (২২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি নোয়াগাঁও বাস্ট্যান্ড এলাকায় আচার নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন।

এ সময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কাজে নিয়োজিত একটি বালুর ট্রাক আবু বাক্কার ছিদ্দিক এর উপর তুলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা প্রায় আধঘন্টা সময় রাস্তা অবরোধ করে রাখে। ফলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর