কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ময়মনসিংহে দুস্থদের মাঝে সৃজন পরিবারের ঈদ বস্ত্র বিতরণ

 এম কে জামান রিপন | ২১ মে ২০১৯, মঙ্গলবার, ৮:৫৭ | সংগঠন সংবাদ 


স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবায় সৃজন’ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে গরীব ও দুস্থদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহত্তর ময়মনসিংহের এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং যুগ্ম সচিব নিরঞ্জন দেবনাথ।

মঙ্গলবার (২১ মে) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে সংগঠনের সভাপতি নুসরাত জাহান মিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুস্থদের মাঝে ঈদ উপহার তুলে দেন।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সৃজন এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মারুফা আক্তার, ময়মনসিংহ এর স্থানীয় ব্যান্ড ফেম এর সুমন, রঙ্গভুমি থিয়েটার এর সভাপতি হাসান, ফ্রেন্ডস ফর হিউমিনিটি এর সদস্য শহিদুল রহমান, সোহেল, ইঞ্জিনিয়ার সেলিম, স্বেচ্ছাসেবী মোজাম্মেল হক, নিপু ,শাহ আলম, নাঈম, রোকসানা পারভীন, রোবায়েত, শুভ, আসিব, রুবেল, কলি, জনি প্রমূখ।

সৃজনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েল জানান, মানবতার সেবায় সৃজন সব সময় ব্যতিক্রমী ও উদ্ভাবনী কাজ করে থাকে।

বিগত বছরের এপ্রিল মাসে কিশোরগঞ্জ থেকে শুরু হওয়া ‘সৃজন’ সংগঠনটি নিয়মিতভাবে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দরিদ্র মূমুর্ষু রোগীকে রক্তদান, বৃক্ষরোপণ, রোড সেফটির অংশ হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ, শীত বস্ত্র বিতরণসহ মানবিক বিভিন্ন কাজ করে যাচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর