কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


টাকা ছাড়াই বাজাজের পালসার মোটর সাইকেল পেলেন নান্দাইলের যুবক মিজানুর রহমান

 স্টাফ রিপোর্টার | ১৩ মে ২০১৯, সোমবার, ৯:২৯ | অর্থ-বাণিজ্য 


কিশোরগঞ্জের আজহার মটরস থেকে বাজাজ ১৫০ সিসি পালসার মোটর সাইকেল কিনে ১০০% ক্যাশব্যাক পেয়েছেন নান্দাইলের যুবক মো. মিজানুর রহমান। তিনি রোববার (১২ মে) ১ লাখ ৭০ হাজার ৯শ’ টাকায় মোটর সাইকেলটি কিনে স্ক্র্যাচকার্ড ঘষে ১০০% ক্যাশব্যাক অফার জিতে নেন। ফলে কোন ধরনের টাকা ছাড়াই মিজান মোটর সাইকেলটির মালিক হয়েছেন।

ভাগ্যবান যুবক মো. মিজানুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

সোমবার (১৩ মে) মিজানুর রহমানের হাতে মোটর সাইকেলটি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকার আজহার মটরস এর শোরোমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তরা মোটরস ময়মনসিংহ শাখার শাখা ইন চার্জ মো. তাজুল ইসলাম, সিনিয়র সেলস এক্সিকিউটিভ হুমায়ুন কবির মানিক এবং আজহার মোটরস এর পক্ষে আলহাজ্ব মাজহারুল ইসলাম কিরণ ১০০% ক্যাশব্যাক অফার বিজয়ী মো. মিজানুর রহমানের কাছে মোটর সাইকেলটির চাবি হস্তান্তর করেন।

পহেলা রমজান থেকে বাজাজ ব্র্যান্ডের সব মডেলের মোটর সাইকেলে উপর এই ১০০% ক্যাশব্যাক অফার শুরু হয়েছে। অফারটি আগামী ৩০ রমজান পর্যন্ত চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর