কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ এর পূর্ণাঙ্গ সময়সূচী

 স্পোর্টস ডেস্ক | ২৯ এপ্রিল ২০১৯, সোমবার, ১১:৪৭ | বিশ্বকাপ ফুটবল ’১৮/ ক্রিকেট বিশ্বকাপ ‘১৯ 


আগামী ৩০শে মে শুরু হচ্ছে এবারের ওয়ানডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর। ইংল্যান্ড ও ওয়েলসে এই বিশ্বকাপের পর্দা নামবে ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে। লর্ডসের এই ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ১৫ই জুলাই।

ইংল্যান্ড ও ওয়েলসের মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ। ভেন্যুগুলো হচ্ছে, লর্ডস, ওভাল, নটিংহাম (ট্রেন্ট ব্রিজ), কার্ডিফ, ব্রিস্টল, সাউথাম্পটন, টন্টন, ওল্ড টাফোর্ড, এজবাস্টন, ডারহাম (চেস্টার-লি-স্ট্রীট) ও হেডিংলি।

এবারের বিশ্বকাপে কোনো গ্রুপ নেই। বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে। সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ২রা জুন লন্ডনের দ্য ওভালে। টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও ওয়েলসের ৮টি ভেন্যুতে ঘুরে ঘুরে বিশ্বকাপের প্রাথমিক পর্বের ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এর মধ্যে টাইগারদের দ্বিতীয় ম্যাচ ৫ই জুন, ওভালের ম্যাচটিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রাথমিক পর্বে বাংলাদেশের একমাত্র দিবারাত্রির ম্যাচ এটি। টাইগারদের তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৮ই জুন অনুষ্ঠিত হবে ‘পয়া ভেন্যু’ কার্ডিফে। টাইগারদের চতুর্থ ম্যাচ ১১ই জুন ব্রিস্টলে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। এরপর ১৭ই জুন টন্টনে বাংলাদেশ দল নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

ষষ্ঠ ম্যাচে ২০শে জুন নটিংহামে (ট্রেন্ট ব্রিজ) মাশরাফিরা খেলবেন  অস্ট্রেলিয়ার সঙ্গে। সপ্তম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ২৪শে জুন সাউদাম্পটনে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

অষ্টম এবং নবম ম্যাচে উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছে বাংলাদেশ। অষ্টম ম্যাচ হিসেবে ২রা জুলাই এজবাস্টনে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৫ই জুলাই লর্ডসে বাংলাদেশের প্রাথমিক পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান।

৯ই জুলাই ওল্ড টাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ১১ই জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ এর পূর্ণাঙ্গ সূচি:
তারিখ                 ম্যাচ                                ভেন্যু
৩০শে মে ২০১৯    ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা    ওভাল
৩১শে মে ২০১৯    পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ    নটিংহাম (ট্রেন্ট ব্রিজ)
১লা জুন ২০১৯    নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা             কার্ডিফ
১লা জুন ২০১৯    অস্ট্রেলিয়া-আফগানিস্তান    ব্রিস্টল (দি/রা)
২রা জুন ২০১৯    বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা    ওভাল

৩রা জুন ২০১৯    ইংল্যান্ড-পাকিস্তান       নটিংহাম (ট্রেন্ট ব্রিজ)
৪ঠা জুন ২০১৯    আফগানিস্তান-শ্রীলঙ্কা    কার্ডিফ
৫ই জুন ২০১৯    ভারত-দক্ষিণ আফ্রিকা    সাউদাম্পটন
৫ই জুন ২০১৯    বাংলাদেশ-নিউজিল্যান্ড    ওভাল (দি/রা)

৬ই জুন ২০১৯    অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ    নটিংহাম (ট্রেন্ট ব্রিজ)
৭ই জুন ২০১৯    পাকিস্তান-শ্রীলঙ্কা    ব্রিস্টল
৮ই জুন ২০১৯    ইংল্যান্ড-বাংলাদেশ    কার্ডিফ

৮ই জুন ২০১৯    আফগানিস্তান-নিউজিল্যান্ড   টন্টন(দি/রা)
৯ই জুন ২০১৯    অস্ট্রেলিয়া-ভারত    ওভাল
১০ই জুন ২০১৯    দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ    সাউদাম্পটন
১১ই জুন ২০১৯    বাংলাদেশ-শ্রীলঙ্কা    ব্রিস্টল

১২ই জুন ২০১৯    অস্ট্রেলিয়া-পাকিস্তান    টন্টন
১৩ই জুন ২০১৯    ভারত-নিউজিল্যান্ড    নটিংহাম (ট্রেন্ট ব্রিজ)
১৪ই জুন ২০১৯    ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ    সাউদাম্পটন
১৫ই জুন ২০১৯    অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা    ওভাল
১৫ই জুন ২০১৯    আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা    কার্ডিফ(দি/রা)
১৬ই জুন ২০১৯    ভারত-পাকিস্তান    ওল্ড ট্রাফোর্ড
১৭ই জুন ২০১৯    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ    টন্টন

১৮ই জুন ২০১৯    ইংল্যান্ড-আফগানিস্তান    ওল্ড ট্রাফোর্ড
১৯শে জুন ২০১৯    নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা    এজবাস্টন
২০শে জুন ২০১৯    অস্ট্রেলিয়া-বাংলাদেশ    নটিংহাম (ট্রেন্ট ব্রিজ)

২১শে জুন ২০১৯    ইংল্যান্ড-শ্রীলঙ্কা    হেডিংলি
২২শে জুন ২০১৯    আফগানিস্তান-ভারত    সাউদাম্পটন
২২শে জুন ২০১৯    নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ    ওল্ড ট্রাফোর্ড(দি/রা)
২৩শে জুন ২০১৯    পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা    লর্ডস
২৪শে জুন ২০১৯    আফগানিস্তান-বাংলাদেশ    সাউদাম্পটন

২৫শে জুন ২০১৯    ইংল্যান্ড-অস্ট্রেলিয়া    লর্ডস
২৬শে জুন ২০১৯    নিউজিল্যান্ড-পাকিস্তান    এজবাস্টন
২৭শে জুন ২০১৯    ভারত-ওয়েস্ট ইন্ডিজ    ওল্ড ট্রাফোর্ড
২৮শে জুন ২০১৯    দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা    ডারহাম (চেস্টার-লি-স্ট্রীট)
২৯শে জুন ২০১৯    আফগানিস্তান-পাকিস্তান    হেডিংলি
২৯শে জুন ২০১৯    অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড    লর্ডস(দি/রা)
৩০শে জুন ২০১৯    ইংল্যান্ড-ভারত    এজবাস্টন
১লা জুলাই ২০১৯    শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ    ডারহাম (চেস্টার-লি-স্ট্রীট)
২রা জুলাই ২০১৯    বাংলাদেশ-ভারত    এজবাস্টন

৩রা জুলাই ২০১৯    ইংল্যান্ড-নিউজিল্যান্ড    ডারহাম (চেস্টার-লি-স্ট্রীট)
৪ঠা জুলাই ২০১৯    আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ    হেডিংলি
৫ই জুলাই ২০১৯    বাংলাদেশ-পাকিস্তান    লর্ডস

৬ই জুলাই ২০১৯    ভারত-শ্রীলঙ্কা    হেডিংলি
৬ই জুলাই ২০১৯    অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা    ওল্ড ট্রাফোর্ড(দি/রা)

সেমিফাইনাল ১:
৯ই জুলাই ২০১৯    বাছাই ১-বাছাই ৪    ওল্ড ট্রাফোর্ড
১০ই জুলাই রিজার্ভ ডে ওল্ড ট্রাফোর্ড

সেমিফাইনাল ২:
১১ই জুলাই ২০১৯    বাছাই ২-বাছাই ৩    এজবাস্টন
১২ই জুলাই রিজার্ভ ডে এজভাস্টন

ফাইনাল:
১৪ই জুলাই ২০১৯    সেমি১ বিজয়ী-সেমি২ বিজয়ী    লর্ডস
১৫ই জুলাই রিজার্ভ ডে লর্ডস


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর