কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শপথ নিলেন তাড়াইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন

 আমিনুল ইসলাম বাবুল | ২৭ এপ্রিল ২০১৯, শনিবার, ৮:৩৭ | তাড়াইল  


তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন গত ২৪ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়া মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। শনিবার (২৭ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] এর ৯ (১) ধারার বিধান মোতাবেক উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

গত ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চমকপ্রদ বিজয় লাভ করেন মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।

তিনি প্রয়াত উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন এর ছেলে।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের হেভীওয়েট প্রার্থীকে ১০ হাজার ৩০৭ ভোটের ব্যবধানে পরাজিত করে তরুণ রাজনীতিক মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন নির্বাচিত হন। তিনি পেয়েছেন ২৬ হাজার ৩৬২ ভোট।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর