কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ডাব চুরি করতে গিয়ে গাছেই আটকে গেল যুবক

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ | ২৭ এপ্রিল ২০১৯, শনিবার, ৭:৫৫ | কুলিয়ারচর 


কুলিয়ারচরে ডাব চুরি করতে গিয়ে আনন্দ কুমার দাস (৩০) নামে এক যুবক ফেঁসে গেছে। ডাব চুরি করতে গিয়ে গাছেই আটকে যায় সে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুলিয়ারচর বিএডিসি ডাকবাংলো এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে চুরি করে ডাব খাওয়ার বাসনা নিয়ে কুলিয়ারচর বিএডিসি ডাকবাংলো সংলগ্ন একটি নারিকেল গাছে আরোহণ করে আনন্দ কুমার দাস। পরে আর নামতে না পেরে নারিকেল গাছেই কুলিয়ারচর পৌরসভার দাস পাড়া গ্রামের এই যুবক।

এ সময় রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা নারিকেল গাছের উপর আনন্দকে গাছের সাথে আটকে থাকতে দেখে কুলিয়ারচর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘন্টা চেষ্টার পর মই এর সাহায্যে তাকে জীবিত অবস্থায় নারিকেল গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হয় ।

আনন্দ ডাব চুরি করার কথা স্বীকার করে জানায়, প্রচণ্ড গরম লাগায় নারিকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে সে আর নামতে পারছিল না।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর