কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে বেসরকারি শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 আমিনুল ইসলাম বাবুল | ২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৮:০২ | তাড়াইল  


বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট জন্য ১০ শতাংশ কর্তনের আদেশের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) তাড়াইল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তাড়াইল উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি তাড়াইল উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক মাহমুদ এর মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতি তাড়াইল উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এর আগে শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) তাড়াইল উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম খন্দকার, সহকারী প্রধান শিক্ষক মো. ছাইদুজ্জামান মোস্তফা, ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক ভূইয়া, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সহকারি শিক্ষক সৈয়দা বিউটি আক্তার, সহিলাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, তালজাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা আক্তার, কাজলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম আদনান ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারি ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ছাইদুর রহমান কাজলসহ অন্যান্য  শিক্ষক নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচী পরিচালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর