কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

 অজিত দত্ত | ২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৬:৪৮ | অষ্টগ্রাম 


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সূবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের শতকরা ১০ ভাগ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়া একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরী।

অষ্টগ্রাম উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে অষ্টগ্রাম সদরের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংগালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হকসাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান চৌধুরী, অষ্টগ্রাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর