কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে প্রয়াত সাংবাদিক আব্দুল্লাহ-আল মনসুর স্মরণসভা

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ২:৪৩ | ভৈরব 


ভৈরব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক কালেরকণ্ঠ ও দেশ টেলিভিশনের ভৈরব প্রতিনিধি প্রয়াত আব্দুল্লাহ-আল মনসুরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে ভৈরবের সাংবাদিক সমাজের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা মরহুম আব্দুল্লাহ-আল মনসুরের কর্মময় জীবনের নানা দিকের বক্তব্য তুলে ধরে তাঁকে স্মরণ করেন।

ভৈরব প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম বাকী বিল্লাহ’র সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব রফিকুল ইসলাম কলেজ অধ্যক্ষ শরীফ আহমেদ, উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ভৈরব টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, দৈনিক প্রথম আলো ভৈরব অফিস নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ।

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র স্টাফ করসপেন্ডেন্ট মোস্তাফিজ আমিনের সঞ্চালনায় স্মরণসভায় সাংবাদিক আব্দুল্লাহ-আল মনসুরের বড় ভাই ডা. আবদুল্লাহ-আল মারুফ ও তার বড় মেয়ে সুফিয়া হৃদির আবেগঘন বক্তব্য উপস্থিত সকলকে আপ্লুত করে। এসময় অতিথি-দর্শক সবার চোখের কোণ জলে ভরে ওঠে।

স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভৈরব বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব হাবিবুর রহমান নেজামী।

আব্দুল্লাহ-আল মনসুর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী তিনি রেখে যান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর