কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে বিতর্ক কর্মশালা

 স্টাফ রিপোর্টার | ২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ১:৪৪ | শিক্ষা  


‘যুক্তিতেই মুক্তি, সৃজনশীলতাই শক্তি’ এই স্লোগানে বাজিতপুর উপজেলার আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে শুরু হয়েছে দুই দিনের বিতর্ক কর্মশালা। বুধবার (২৪ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিনা আক্তার এ কর্মশালার উদ্বোধন করেন।

ময়মনসিংহ রিজিওনাল ডিবেট ইউনিটির সহযোগিতায় এই বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কিশোরগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ

কর্মশালা উদ্বোধনের সময় অন্যদের মধ্যে বাজিতপুর উপজেলার আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, সহকারী অধ্যাপক (ইংরেজি) মোহাম্মদ একরাম হোসেন, সহকারী অধ্যাপক (বাংলা) শাহ আলম খান, সহকারী শিক্ষক ইকবাল হোসেন, ময়মনসিংহ রিজিওনাল ডিবেট ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল হান্নান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে রয়েছেন ময়মনসিংহ রিজিওনাল ডিবেট ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল হান্নান মিজান এবং চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের আবৃত্তি প্রশিক্ষক বাসিরুল আমিন।

কর্মশালায় আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের বাছাই করা ৩৫ জন মেধাবী শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল পর্যন্ত কর্মশালা চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর