কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রয়াত রাজনীতিক আব্দুল করিম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার দোয়া মাহফিল

 স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৭:১৪ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জের আওয়ামী রাজনীতির মহিরুহ, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং তাবলীগ জামাতের মুরুব্বী প্রয়াত আলহাজ্ব আব্দুল করিম এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী শনিবার (২০ এপ্রিল)। গত বছরের ২০ এপ্রিল সকাল ৭টায় ৮৬ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত রাজনীতিক আব্দুল করিম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (১৯ এপ্রিল) বাদ আসর পরিবারের উদ্যোগে শহরের বিন্নগাঁও এলাকার নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আলহাজ্ব আব্দুল করিম কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের দুর্দিনের অন্যতম কাণ্ডারি আলহাজ্ব আব্দুল করিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

তাঁর ‘হোটেল নিরালা’ ছিল কিশোরগঞ্জের অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার।

সদালাপী, সদাচারী, জনবান্ধব বর্ষীয়ান এই রাজনীতিক মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

প্রয়াত রাজনীতিক আব্দুল করিম এর ছেলে রেজাউল করিম শিপন ও এনায়েত করিম অমি দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর