কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে ছারওয়ার চেয়ারম্যান, মাসুদ ও গোলনাহার ভাইস চেয়ারম্যান নির্বাচিত

 স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১২:১০ | বাজিতপুর 


বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম। তিনি নৌকা প্রতীক নিয়ে ৩৯ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মো. মোবারক হোসেন মাস্টার (আনারস) পেয়েছেন ২৫ হাজার ৩ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে গোলনাহার (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনের এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) বাজিতপুর উপজেলার স্থগিত ৬টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে গত ২৪শে মার্চ বাজিতপুর উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলার ৬৬টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৬টি কেন্দ্র ছাড়া বাকি ৬০ টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম (নৌকা) ৩৫ হাজার ৪৪৭ ভোট পেয়ে এগিয়ে থাকেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মোবারক হোসেন মাস্টার (আনারস) পান ২৪ হাজার ৬৯১ ভোট।

বুধবার (১৭ এপ্রিল) স্থগিত ৬টি কেন্দ্রের ভোটের প্রাপ্ত ফলাফল অনুসারে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম ৩৯ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মো. মোবারক হোসেন মাস্টার (আনারস) পেয়েছেন ২৫ হাজার ৩ ভোট।

অপর চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৫৯৫ ভোট।

অন্যদিকে বাজিতপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, আবুল ফজল রাছেল (টিয়া পাখি), তানজিত হায়দার (বৈদ্যুতিক বাল্ব), মো. জিল্লুর রহমান (তালা), মো. মাসুদ মিয়া (টিউবওয়েল), মো. শাহজাহান কবীর (উড়োজাহাজ), মো. সুমন মিয়া (চশমা) এবং রাজু মিয়া (মাইক)।

তাদের মধ্যে মো. মাসুদ মিয়া (টিউবওয়েল) ২৩ হাজার ৫৮৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানজিত হায়দার (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ৯ হাজার ৪০ ভোট।

এছাড়া বাজিতপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, আরিফা হোসেন (কলস), গোলনাহার (প্রজাপতি), মোছা. মনোয়ারা খাতুন (হাঁস) এবং মোছা. রুখেয়া বেগম (ফুটবল)।

তাদের মধ্যে গোলনাহার (প্রজাপতি) ২৪ হাজার ৪৬৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফা হোসেন (কলস) পেয়েছেন ২০ হাজার ৯৫২ ভোট।

বাজিতপুর উপজেলায় মোট ৬৬টি কেন্দ্রে এখানে মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৭৮জন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর