কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৫:১৩ | স্বাস্থ্য 


‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন (উপ-পরিচালক) ডা. মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সুলতানা রাজিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুল ইসলাম সোপান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রওশন আখতার জাহান, ডেপুটি সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাতীয়ভাবে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানটি হাসপাতাল চত্বরে স্থাপিত মঞ্চে বড় পর্দার মাধ্যমে প্রদর্শন করা হয়।

পরে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে স্থাপিত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে বিশেষ বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।

আগামী ২০শে এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ও জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন জেলা কমিটির সদস্য সচিব ডা. মো. হাবিবুর রহমান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর