কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বর্ষবরণ, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ২:১০ | পাকুন্দিয়া  


সারাদেশের ন্যায় পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপিত হচ্ছে। রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয় তুলে ধরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাকে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে।

র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

র‌্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদি, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ নেতৃত্ব দেন।

এছাড়া বরাবরের মত এবারও বর্ণাঢ্য আয়োজনে পোড়াবাড়িয়া, আজলদী, দরগা বাজার, এগারসিন্দুরসহ উপজেলার বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা শুরু হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর