কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ৭ এপ্রিল ২০১৯, রবিবার, ৯:১৫ | অর্থ-বাণিজ্য 


পাকুন্দিয়ায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকালে পৌরসদরের হাইস্কুল সংলগ্ন মেসার্স শাহনাজ জামান মটরস ভবনের দ্বিতীয় তলায় ডিবিবিএলের এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান এই এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।

এ সময় পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মালেক খসরু খান, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, ডাচ বাংলা ব্যাংক ময়মনসিংহ জোনের হেড তানভীর আহমেদ, কিশোরগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং পাকুন্দিয়া শাখার এজেন্ট শাহানাজ জামান মটরসের পরিচালক আনিছুজ্জামান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান তাঁর বক্তব্যে এই এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মানুষজনও ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে স্বাচ্ছন্দ ও নিরাপদে তাঁদের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে সমর্থ হবেন বলে আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর