কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সিঙ্গাপুর থেকে কফিনবন্দী হয়ে বাড়ি ফিরলেন বাজিতপুরের তাফসির

 স্টাফ রিপোর্টার | ৭ এপ্রিল ২০১৯, রবিবার, ১২:২৩ | প্রবাস 


পরিবারের সচ্ছলতা আনতে সিঙ্গাপুরে গিয়ে সেখান থেকে নিথর দেহে কফিনবন্দী হয়ে দেশে ফিরেছেন বাজিতপুরের তরুণ তাফসির মিয়া (২২)। শুক্রবার (৫ এপ্রিল) রাতে তার কফিনবন্দী মরদেহ আসে বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামের প্রিয় জন্মভূমির মাটিতে।

এ সময় তাফসিরের কফিন ঘিরে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে গ্রামের পরিবেশ। টগবগে এই তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত তাফসির মিয়া রাহেলা গ্রামের সরকার বাড়ির আমিরুল ইসলামের ছেলে।

স্বজনেরা জানান, গত ৩ এপ্রিল (বুধবার)সিঙ্গাপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাফসির। কর্মস্থল থেকে বাই-সাইকেলে করে সাইট অফিসে যাওয়ার পথে একটি মালবাহী লরির ধাক্কা বাই-সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তাফসির।

সিঙ্গাপুর পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার (৫ এপ্রিল) রাতে কফিনে করে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। জানাজা শেষে শনিবার (৬ এপ্রিল) সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর