কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুর উপজেলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

 স্টাফ রিপোর্টার | ২৪ মার্চ ২০১৯, রবিবার, ২:৫৪ | বাজিতপুর 


কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে, রাজ্জাকুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র-১, উপজেলার পিরিজপুর ইউনিয়নের জোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং গাজীরচর ইউনিয়ন পরিষদ কার্যালয় কেন্দ্র।

রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৪ মার্চ) সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টা থেকে ১২টার মধ্যে বাজিতপুর উপজেলার তিনটি কেন্দ্রে প্রভাব বিস্তারের ঘটনা ঘটলে প্রিসাইডিং অফিসারগণ তাদের ক্ষমতাবলে কেন্দ্র তিনটির ভোটগ্রহণ স্থগিত করেন।

রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেন, যেকোন অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যেখানেই অনিয়মের খবর পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে।

বাজিতপুর উপজেলায় মোট ৬৬টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৭৮জন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর