কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জ উপজেলার নয় ভাষা সৈনিককে এক মঞ্চে সম্মাননা

 স্টাফ রিপোর্টার | ১ মার্চ ২০১৯, শুক্রবার, ৬:৪৮ | করিমগঞ্জ  


মহান ভাষা আন্দোলনে অবদান রাখায় করিমগঞ্জ উপজেলার নয়জন ভাষা সৈনিককে সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে করিমগঞ্জের ঐতিহাসিক জঙ্গলবাড়ি গ্রামে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক মহিউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এতে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান খান।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জী।

সম্মাননা অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহিলা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দেলোয়ার হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা পারভীন, মুক্তিযোদ্ধা শেখ কবীর আহমেদ, ডক্টর শেখ রাফি আহমেদ, ডক্টর আখতার উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. ইকবাল, বিএনপি নেতা রফিকুর রহমান, ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা এমরান আলী ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, ঈশাখাঁ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুকন উদ্দিন, মীর আশরাফ উদ্দিন, সৈয়দ শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মাননাপ্রাপ্ত ভাষা সৈনিকেরা হলেন, মু. আবু সিদ্দীক, মোশাররফ হোসেন আকুঞ্জী, সৈয়দ বদরুদ্দিন হোসাইন (মরণোত্তর), সৈয়দ কমরুদ্দিন হোসাইন (মরণোত্তর), মিছিরউদ্দীন আহমেদ (মরণোত্তর), মাহফুজুল হাকিম সিতু (মরণোত্তর), আব্দুস সোবহান (মরণোত্তর), মফিজ উদ্দিন (মরণোত্তর) ও আলী আসগর (মরণোত্তর)।

তাদের মধ্যে ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জী নিজে সম্মাননা স্মারক গ্রহণ করেন। এছাড়া বাকি আটজন ভাষা সৈনিকের পরিবারের সদস্যরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর