কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় চেয়ারম্যান পদে রেনু’র একমাত্র প্রতিদ্বন্দ্বী শওকত

 স্টাফ রিপোর্টার | ২৭ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৩:৩৬ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন।

পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাকুন্দিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু এবং জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম শওকত মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, মোহাম্মদ আসাদ মিয়া, আরিফুল হক, মো. দিদারুল আলম, মো. জুয়েল, মো. খলিলুর রহমান, মো. নেকবর আলী, মো. মুহিবুল্লাহ আল মাহদী, মো. শামছুল হক মিটু এবং মো. তারেক রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, শামসুন্নাহার বেগম, মোছা. ফরিদা ইয়াছমিন, মোছা. হাবিবা খাতুন, মোসা. খালেদা বেগম, সাহেরা আক্তার খাতুন এবং মোছা. জাহানারা খাতুন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মনোনয়নপত্র বাছাই, ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৪ মার্চ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর