কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ভোট ২৪ মার্চ

 স্টাফ রিপোর্টার | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:৪১ | এই মুহূর্তের খবর 


আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এই দিনে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলাসহ দেশের মোট ১২৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী, করিমগঞ্জ, তাড়াইল, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর ও ভৈরব কিশোরগঞ্জ জেলার এই ১৩ উপজেলায় মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

এবারই প্রথম জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটে প্রার্থী হতে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর