কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আবারও বিপিএম পেলেন কটিয়াদীর কৃতি সন্তান সিআইডির অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ

 রাজীব সরকার পলাশ | ৬ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ১২:৫৬ | বিশেষ সংবাদ 


রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে আবারও সর্বোচ্চ পুলিশ পদক বিপিএম পেয়েছেন কটিয়াদী উপজেলার কৃতি সন্তান অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আব্দুল কাহার আকন্দ বিপিএম(বার), পিপিএম(বার)। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পদক পরিয়ে দেন।

অসীম সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি স্বরুপ এবার তিনি বিপিএম পদক লাভ করেছেন।

আব্দুল কাহার আকন্দ বিপিএম(বার), পিপিএম(বার) কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের পূর্ব-পুরুড়া গ্রামের গর্বিত সন্তান।

আব্দুল কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পিলখানা হত্যাকাণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কাছে ছিনতাইকারীদের হাতে নিহত যুগ্ম-সচিব নিকুঞ্জ বিহারী নাথ হত্যা মামলা, মতিঝিলে ছিনতাইকারীর গুলিতে নিহত সার্জেন্ট আহাদ মামলাসহ আলোচিত বহু মামলার তদন্ত করেছেন আব্দুল কাহার আকন্দ।

তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্বও পালন করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর