কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পরিবার কল্যাণ সেবায় জেলায় সেরা কিশোরগঞ্জ সদর উপজেলা

 স্টাফ রিপোর্টার | ২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ৭:৪২ | স্বাস্থ্য 


পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার কল্যাণ সেবায় কিশোরগঞ্জ জেলায় সেরা হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা। রোববার (২০ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গত বছরের ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে মোট ৬৮০ জনকে স্থায়ী, আইইউডি ও ইমপ্ল্যান্ট সেবা দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রথম হয়।

মোট ২৪০ জনকে স্থায়ী, আইইউডি ও ইমপ্ল্যান্ট সেবা দিয়ে দ্বিতীয় হয় ভৈরব উপজেলা।

মোট ১৮২ জনকে স্থায়ী, আইইউডি ও ইমপ্ল্যান্ট সেবা দিয়ে কুলিয়ারচর উপজেলা তৃতীয় স্থান লাভ করে।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ‍তুলে দেন। জেলায় সেরা কিশোরগঞ্জ সদর উপজেলার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস-এফপি)।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. মো. আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর