কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হাজী আফতাব উদ্দিন মেমোরিয়ালের অনন্য কৃতিত্ব, শতভাগ জিপিএ-৫

 বিশেষ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৪৩ | শিক্ষা  


হোসেনপুরের হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরী স্কুল ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়ে অনন্য কৃতিত্ব দেখিয়েছে। বিদ্যালয়টি থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির অনন্য এই কৃতিত্ব শুধু হোসেনপুর উপজেলাতেই নয়, পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হোসেনপুর পৌর সদরের নতুন বাজার এলাকার স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষানুরাগী হাজী আফতাব উদ্দিন ২০০৬ সালে মারা যান। তাঁর স্মরণে ছেলে মো. তাজুল ইসলাম বুলবুল শহীদ মিনার এলাকায় ‘হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরী স্কুল’ নামে একটি শিশু শিক্ষালয় প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভালো ফলাফল অর্জন করে আসছে। বিগত বছরগুলোর মধ্যে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬জন জিপিএ-৫, ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭জন জিপিএ-৫, ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন জিপিএ-৫, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন জিপিএ-৫ এবং ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন জিপিএ-৫ লাভ করে।

প্রতিষ্ঠানটির পরিচালক মো. তাজুল ইসলাম বুলবুল জানান, মানসম্মত শিক্ষার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল। সুযোগ্য শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সেই লক্ষ্য অর্জনের পথেই হাঁটছে। এর ধারাবাহিকতায় ২০১৯ শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠানটির নতুন একটি শাখা খোলা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর