কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেক্টরে শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক সভা

 স্টাফ রিপোর্টার | ১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৪:১৫ | কিশোরগঞ্জ সদর 


ঝুঁকিপূর্ণ সেক্টরে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসাবে বুধবার (১২ ডিসেম্বর) ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সমূহের মালিক ও শ্রমিকদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকায় এই উদ্বুদ্ধকরণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) সানতাজ বিল্লাহ, শ্রম পরিদর্শক (সাধারণ) রাবেয়া ইয়াসমিন  এবং শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. বাবুল আক্তার বক্তব্য রাখেন।

এ সময় সভায় উপস্থিত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সমূহের মালিক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর