আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ৭০তম জন্মদিন উদযাপন করেছে কিশোরগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'সংস্কৃতি মঞ্চ'।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে এই আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।
এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জাহান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল, কবিতা সংঘের সভাপতি বাঁধন রায়, চর্যাপদ নাট্যগোষ্ঠীর সভাপতি আব্দুল ওয়াহাব, শিল্পী কল্যাণ সমিতির সভাপতি মুজিবুর রহমান, ছোট কাগজ শিরদাঁড়ার সম্পাদক আসলামুল হক আসলাম, বিশিষ্ট ছড়াকার সামিউল হক মোল্লা, সপ্তসুর শিল্পী গোষ্ঠীর সভাপতি বাবুল ভূইয়া, সুরাঙ্গন সাংস্কৃতিক সংঘের সভাপতি হামিদুল হক মুকুল প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা হুমায়ুন আহমেদের সাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আলোকপাত করেন। আলোচনা শেষে সংস্কৃতি মঞ্চসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ প্রয়াত গুণী শিল্পীদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে।