কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মা বৃত্তি ফাউন্ডেশন’র বৃত্তি পেলো ৭৩ কৃতি শিক্ষার্থী

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১১ নভেম্বর ২০১৮, রবিবার, ৭:০৮ | শিক্ষা  


পাকুন্দিয়ায় সামাজিক সংগঠন ‘মা বৃত্তি ফাউন্ডেশন’ এর উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেছে। শনিবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পৃথক পরীক্ষার মাধ্যমে ৭৩জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে ২৭জনকে এ-গ্রেডে এবং ৪৬জনকে বি-গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

মা বৃত্তি ফাউন্ডেশন এর সভাপতি ও জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহম্মদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোকলেছুর রহমান।

বৃত্তিপ্রদান অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ¦ মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে এটিএম খলিলুর রহমান এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, আওয়ামীলীগ নেতা সাবেক ভিপি মো. আবদুল হাকিম, জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আ.জ.ম আকরাম হোসেন প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর