কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ দুই শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদ বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১০ নভেম্বর ২০১৮, শনিবার, ৭:৫২ | শিক্ষা  


কিশোরগঞ্জে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক বৃত্তিপ্রাপ্ত স্কুল শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১০ নভেম্বর) দুপুরে স্থানীয় উপাই পার্কে কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ’র উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সংগঠনের চেয়ারম্যান শওকত উসমানের সভাপতিত্বে ও মহাসচিব আনোয়ার হোসেন মেনন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসুন্দা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ভূঁইয়া, মারিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদ, ইনকাম ট্যাক্স এডভাইজার ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মাজহার মান্না, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সংগঠনের শিক্ষা সচিব মানসুরুল হক রবিন প্রমুখ।

সংবর্ধনা ও সনদ বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক, শিক্ষক ও অভিভাবকসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর