কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীর নতুন ইউএনও শাহীনা আক্তার

 স্টাফ রিপোর্টার | ৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৭:৫৩ | প্রশাসন 


নিকলী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ২৭তম ব্যাচ (প্রশাসন) এর কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার। বৃহস্পতিবার (৮ নভেম্বর) তিনি যোগদান করেছেন।

নবাগত ইউএনও মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

নিকলী উপজেলার নবাগত ইউএনও মুছাম্মৎ শাহীনা আক্তার এর আগে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ১৫ অক্টোবর তিনি কালিহাতী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন। সেখানে তিনি দক্ষতা ও সফলতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন।

মুছাম্মৎ শাহীনা আক্তার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার গর্বিত সন্তান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর