কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৪ নভেম্বর ২০১৮, রবিবার, ৬:০১ | তথ্য প্রযুক্তি 


কিশোরগঞ্জে ‘আউটসোর্সিং ট্রেইনিং অন ডিজিটাল মার্কেটিং’ বিষয়ে ১৬ দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে এবং জাপানী দাতা সংস্থার জাইকা’র অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রোববার (৪ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার কাইট আইটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান কামরুন্নাহার লুনা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘আউটসোর্সিং ট্রেইনিং অন ডিজিটাল মার্কেটিং’ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এতে অন্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জের প্রতিষ্ঠিত আইটি প্রতিষ্ঠান কাইট আইটি প্রশিক্ষণটি পরিচালনা করছে এবং দুই ব্যাচে ৩০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রশিক্ষক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর