কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান আফছানা বিলকিস

 সিম্মী আহাম্মেদ, সম্পাদক, কিশোরগঞ্জনিউজ.কম | ৩০ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৩:১৯ | প্রশাসন 


উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান আফছানা বিলকিস। গত ২৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদোন্নতি দেয়া হয়।

পরে ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আরেক প্রজ্ঞাপনে তাঁকে পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্তি প্রদান করা হয়েছে।

আফছানা বিলকিস এর পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী পশ্চিম আলমদী পাড়া গ্রামে।

আফছানা বিলকিস এর বাবা প্রয়াত প্রয়াত মতিউর রহমান ছিলেন করিমগঞ্জ পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। তাঁর মা সামসুন্নাহার শিরিন সরকারি চাকরি করতেন।

আফছানা বিলকিস ১৯৯৫ সালে করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরে ১৯৯৭ সালে করিমগঞ্জ কলেজ থেকে এইসএসসি পাসের পর ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব বিদ্যায় তিনি অনার্স করেন। পরবর্তিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি এন্ড গভর্নেন্স বিষয়ে তিনি এমএসএস (স্নাতকোত্তর) করেন।

২৫তম বিসিএসে উত্তীর্ণ আফছানা বিলকিস ২০০৬ সালের আগস্টে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

আফসানা বিলকিস এর বড় বোন মাহবুবা বিলকিসও উপসচিব। ২৪তম বিসিএসে উত্তীর্ণ মাহবুবা বিলকিস গাজীপুর সিটি কর্পোরেশনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর