কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৭৪ পরিবার

 স্টাফ রিপোর্টার | ২১ অক্টোবর ২০১৮, রবিবার, ১:০০ | পাকুন্দিয়া  


‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানকে ধারণ করে পাকুন্দিয়ায় পল্লী বিদ্যুতের ৭৪টি নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামের ৭৪টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেলো।

শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামে এসব নতুন সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

এ উপলক্ষ্যে চণ্ডিপাশা ইউনিয়নের আনন্দ বাজারে ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি ছাড়াও বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের হোসেনপুর জোনাল অফিসের এজিএম শহীদুল্লাহ, নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি সাহেরা আক্তার সাথী, সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি, ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর