কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিংবদন্তী ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু আর নেই

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ১১:১৮ | জাতীয় 


বাংলাদেশের ব্যান্ড সংগীতের অগ্রপথিক আইয়ুব বাচ্চু আর নেই। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সকাল সোয়া ৯টার দিকে অচেতন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

রুপালি গিটার ছেড়ে চলে যাওয়া কিংবদন্তী আইয়ুব বাচ্চু ছিলেন ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট। ভোকাল আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঙালিদের প্রিয় রক ব্যান্ড এলআরবি। আর এলআরবি মানেই আইয়ুব বাচ্চু। প্রায় ২৭ বছর ধরে প্রথিতযশা এই ব্যান্ড দলটি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে দেশের শ্রোতাদের মন ভরিয়েছে।

জনপ্রিয় এসব গানের মধ্যে রয়েছে ‘ চলো বদলে যাই’, ‘ঘুমন্ত শহরে’,‘ রুপালি গিটার’, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো’ ইত্যাদি। এসব গান এলআরবির কাণ্ডারি আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া।

এলআরবি স্টুডিও অ্যালবাম করেছে মোট ১১টি, সংকলিত অ্যালবাম দুইটি এবং মিক্সড অ্যালবাম প্রকাশ করেছে ৯টি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর