কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জের সবুজের পরিবারে শুধুই কান্না

 স্টাফ রিপোর্টার | ১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৬:৪৮ | প্রবাস 


সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় সৌদি আরব গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আশিকুল হক সবুজ (২২) নামে এক যুবক। সোমবার (১৫ অক্টোবর) রাতে সৌদি আরবের জেদ্দা শহরে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় মৃত্যু হয় তার।

নিহত আশিকুল হক সবুজ কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের গেড়গাতী গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।

তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় সবুজ প্রায় দুই বছর আগে সৌদি আরবে যান। সৌদি আরবের জেদ্দায় তিনি একটি কসমেটিক্সের দোকানে কাজ করতেন।

পারিবারিক সূত্র জানায়, সোমবার (১৫ অক্টোবর) রাতে কাজ শেষে বাসায় ফেরার জন্য রাস্তা পারাপার হতে গেলে একটি গাড়ি সবুজকে চাপা দেয়। এতে সবুজ গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর রাতেই সবুজের মোবাইল থেকে একটি ফোন আসে বাবা মো. বাবুল মিয়ার কাছে। ওই ফোনেই পরিবারকে জানানো হয় সবুজের মৃত্যুর কথা।

আশিকুল হক সবুজের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারটিতে চলছে কান্না আর আহাজারি।

নিহত সবুজের বাবা মো. বাবুল মিয়া জানান, সবুজের কোম্পানি থেকে তার লাশ দেশে না পাঠিয়ে টাকা দেয়ার কথা বলছে। কিন্তু তিনি শেষ বারের মতো ছেলের মুখটা একবার দেখতে চান। তিনি টাকা নয়, ছেলের লাশ ফেরত চান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর