কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ সদর উপজেলার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি

 স্টাফ রিপোর্টার | ১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৪৭ | খেলাধুলা 


গোলরক্ষক শাহাদাতের বীরত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ের শিরোপা ওঠলো কিশোরগঞ্জ সদর উপজেলার হাতে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে কিশোরগঞ্জ সদর উপজেলা ২-০ গোলে তাড়াইল উপজেলাকে হারিয়ে জেলায় চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্টেডিয়াম উপচে পড়া দর্শক উত্তেজনায় ঠাসা কিশোরগঞ্জ সদর উপজেলা ও তাড়াইল উপজেলার মধ্যে অনুষ্ঠিত এই মহারণ উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আল আমিন সবুজ প্রমুখ ট্রফি ও পুরস্কার তুলে দেন।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে জমে ওঠে কিশোরগঞ্জ সদর উপজেলা বনাম তাড়াইল উপজেলার খেলা। সমান তালে লড়ে চলেন দু’দলের খেলোয়াড়রা। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ে কোন দলই জালে বল ছোঁয়াতে পারেনি।

০-০ গোলে নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি কোন দল। শেষে টাইব্রেকারে শিরোপার ফয়সালা হয়।

টাইব্রেকারে কিশোরগঞ্জ সদর উপজেলা দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক শাহাদাত। অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়ানো এই গোলরক্ষক রুখে দেন তাড়াইল উপজেলা দলের তিনটি পেনাল্টি শট। কিশোরগঞ্জ সদর উপজেলার হয়ে শাকিল এবং সোহাগ পেনাল্টি শটে গোল পেলে ২-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে সদর উপজেলা।

ফাইনালে জয়ের নায়ক কিশোরগঞ্জ সদর উপজেলার গোলরক্ষক শাহাদাত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এক ম্যাচে হ্যাট্রিক করা নিকলী উপজেলার ওসমান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর