কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আকর্ষণ ঝুলন্ত সেতু

 মাহবুবুর রহমান | ৮ জুন ২০১৮, শুক্রবার, ৭:১৫ | রকমারি 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে অনেক ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ। যার ঐতিহ্যকে বহন করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশের কাঁটা পাহাড়ের পথ পেরিয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে গেলেই চোখে পড়বে ঝুলন্ত সেতু।

যার নকশা দেখে রাঙামাটির ঝুলন্ত সেতুর কথাটা মনে পরবে সবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিশেষ আকর্ষণ এই ঝুলন্ত সেতু। ব্যতিক্রমী এ স্থাপনাকে ঘিরে সারাদিন চলে তারুণ্যের উচ্ছ্বাস, আড্ডা আর গানের মহড়া। আর ফটোশিকারীরা তো আছেন ই সেই প্রকৃতিকে ক্যামেরাবন্দি করার জন্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপার্চায প্রফেসর ড. আবু ইউসুফের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর আদলে নির্মাণ করা হয় বিশেষ এ সেতুটি। এটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক এক কৃতি শিার্থী।

২০০৯ সালের ১৭ ডিসেম্বর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। বিশেষ দিবসে মনোরমভাবে সাজানো হয় ঝুলন্ত সেতুটিকে। হাজারো শিার্থীর দৃপ্ত পদচারণায় মুখরিত হয় চবি’র ঐতিহ্যবাহী এ স্থাপনা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর