কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটভাটায় দূষণ ও কার্বন নিঃসরণ কমাবে ডাবল জিগজাগ প্রযুক্তি

 স্টাফ রিপোর্টার | ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫:১৯ | বিশেষ সংবাদ 


বায়ু দূষণ ও কার্বন নিঃসরণ কমিয়ে নির্মল বায়ু এবং সুস্বাস্থ্যের জন্য উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে কিশোরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আইসিডিডিআরবি’র আয়োজনে 'নির্মল বায়ু এবং সুস্বাস্থ্যের জন্য উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণ প্রকল্প’ বিষয়ে অংশীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মো. মাহবুবুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল আমিন, কিশোরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ খালেকুজ্জামান, ইউরেকা ব্রিকস এর স্বত্ত্বাধিকারী মোস্তফা কামাল প্রমুখ আলোচনায় অংশ নেন।

প্রকল্পের রিসার্চ ইনভেস্টিগেটর ড. মেফতাহ উদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় এতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফিল্ড রিসার্চ ম্যানেজার মোহাম্মদ রফি উদ্দিন।

সভায় জানানো হয়, বাংলাদেশে প্রায় ৮ হাজার ইটভাটা রয়েছে। যার ৯০ ভাগ জিগজাগ ভাটা। কিশোরগঞ্জে ১০৪টি ইটভাটা রয়েছে যার মধ্যে ১০২টি জিগজাগ ভাটা। দেশের ইট ভাটাগুলো বছরে প্রায় ১০ মিলিয়ন টন কার্বনডাইঅক্সাইড ও ৫০ হাজার টন অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) নিঃসরণ করে।

এতে বাতাস দূষিত হচ্ছে। মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ধুলোর দূষণ কমাতে ইটভাটাগুলোতে ডাবল জিগজাগ প্রযুক্তি ব্যবহার কার্যকর ভূমিকা রাখতে পারে। এই প্রযুক্তিতে ভাটাগুলোতে প্রতি লাখ ইট উৎপাদনে কয়লার ব্যবহার ২৪ ভাগ কমবে। কার্বনডাইঅক্সাইড নিঃসরণ ২১ ভাগ ও ভাটাপ্রতি পিএম২.৫ ২১ ভাগ কমবে।

এছাড়া এ প্রযুক্তির মাধ্যমে এক নম্বর ইট উৎপাদন ১৪.২ ভাগ বৃদ্ধি পাবে। ফলে ইট ভাটার মালিকেরা আর্থিকভাবেও লাভবান হবেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর