কিশোরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা করেছে উত্তরা ব্যাংক পিএলসি। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উত্তরা ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখা এ কর্মশালার আয়োজন করে।
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উত্তরা ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।
উত্তরা ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক শিপুল করিমের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এনামুল হক বক্তব্য রাখেন।
এ সময় উত্তরা ব্যাংক পিএলসি করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুল হাসান সোহেল, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপশাখার সহকারী ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা শাহ নূরুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৮০ জন ছাত্র অংশ নেয়।
আয়োজকেরা জানান, দেশের অর্থনীতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলার পাশাপাশি স্কুল ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত ও উদ্বুদ্ধ করতে কর্মশালাটির আয়োজন করা হয়েছে।