কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের পাশে গচিহাটা বিদ্যানিকেতন

 স্টাফ রিপোর্টার | ২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৪ | কটিয়াদী 


বন্যাদুর্গত লক্ষীপুর জেলার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের গচিহাটা বিদ্যানিকেতন (ইংলিশ ও বাংলা ভার্সন) স্কুল। এর অংশ হিসেবে সেখানকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সরাসরি শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ এবং উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গচিহাটা বিদ্যানিকেতনের একটি প্রতিনিধি দল লক্ষীপুরে গিয়ে এসব হস্তান্তর করেন।

প্রতিনিধি দলের প্রধান গচিহাটা বিদ্যানিকেতন এর প্রধান উপদেষ্টা মো. জয়নাল আবেদীনসহ সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান মানিক লক্ষীপুর জেলায় যান।

গচিহাটা বিদ্যানিকেতন (ইংলিশ ও বাংলা ভার্সন) স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘হাত বাড়িয়ে দাও’ মানবিক কর্মসূচির অর্থ দিয়ে বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সৃষ্টিশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার স্লোগানে প্রতিষ্ঠিত গচিহাটা বিদ্যানিকেতন প্রতি বছরের ন্যায় এবারও ‘হাত বাড়িয়ে দাও’ মানবিক কর্মসূচি পালন করে।

স্কুলটির প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর জানান, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় এ বছর স্কুলটির এই ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

দেশের এ ধরনের যেকোন মানবিক সংকটময় পরিস্থিতিতে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্য ব্যক্ত করেন উম্মে বিলকিস কবীর।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর