গত ২৪ আগস্ট, ২০২৪ তারিখে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ আমার (https://bangladeshamar.com) এ প্রকাশিত ‘মিঠামইনে ইউ,পি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ’ শীর্ষক সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম। তিনি প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন।
কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বলেছেন, তাকে সামাজিকভাবে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে গ্রাম পুলিশ রুপালী রানী দাস মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমার বিরুদ্ধে একটি কাল্পনিক অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের বিষয়টি একেবারেই মনগড়া।
আমার সম্মানহানি করার উদ্দেশ্যে কোন একটি পক্ষের প্ররোচণায় গ্রাম পুলিশ রুপালী রানী দাস আমার বিরুদ্ধে তাকে কুপ্রস্তাব দেয়ার ও শ্লীলতাহানির চেষ্টার কাল্পনিক অভিযোগ করেছেন। এ সবের সঙ্গে আমার বিন্দুমাত্র সংযোগ নেই।
আমি তার অভিযোগ এবং অভিযোগের সূত্র ধরে গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। সঠিক তদন্তের ভিত্তিতে আমার সম্মানহানির এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।