কিশোরগঞ্জে মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে ৭৫০ পিস ইয়াবাসহ মো. ফারুক মিয়া (৩০) ও মো. শফিক (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়ার পুলেরঘাট বাজার থেকে তাদের আটক করা হয়।
তাদের মধ্যে মো. ফারুক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের পূর্ব কাতিয়ারচর এলাকার গোলাপ মিয়ার ছেলে এবং মো. শফিক একই উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সূত্র জানায়, মো. ফারুক মিয়া ও মো. শফিক উভয়েই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রয় করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট বাজারের মেসার্স জাহাঙ্গীর মোটরস এর সামনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর একটি টিম অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।