কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ইউসিসি’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

 স্টাফ রিপোর্টার | ৫ আগস্ট ২০২৩, শনিবার, ৬:৫৭ | শিক্ষা  


কিশোরগঞ্জে ২০২২-২০২৩ সেশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউসিসি। শনিবার (৫ আগস্ট) ইউসিসি কিশোরগঞ্জ শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ইউসিসি গ্রুপ এর চেয়ারম্যান ড. এম এ হালিম পাটওয়ারী।

এতে বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ লুৎফর রহমান মানিক, ওয়ালী নেওয়াজ খান কলেজের উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কোহিনুর আফজল এবং ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ালী নেওয়াজ খান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জসীম উদ্দীন।

এতে শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ইসমাইল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাসনুরা তাসনিম তামান্না প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রসঙ্গত, এবার ইউসিসি কিশোরগঞ্জ শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের ৫০ জনের অধিক ছাত্র/ছাত্রী চান্স পেয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর