কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলের তিন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 তাড়াইল সংবাদদাতা | ১২ মার্চ ২০২৩, রবিবার, ৮:১২ | তাড়াইল  


‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মার্চ) বেলা ১১টায় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও দুপুর সাড়ে ১২টায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, জাতীয় পার্টির মহাসচিব, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু।

এছাড়া তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।

দুপুর ২টায় এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।

তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন, বাংলাদেশ আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সমন্বয়ক আমিরুল ইসলাম খান বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম গোলাম কিবরিয়া, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম খন্দকার প্রমুখসহ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর