কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বিধবা ও দুস্থ নারীদের নগদ অর্থ উপহার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১২ মার্চ ২০২৩, রবিবার, ৭:৩৫ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডা. শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ হিসেবে মোট ৬৭ জন অসহায় বিধবা ও দুস্থ নারীর মাঝে উপহার হিসেবে মোট দুই লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (১২ মার্চ) বিকালে উপজেলার বড় আজলদী গ্রামের ডাক্তার বাড়িতে ৫৪ জন বিধবা ও ১৩ দুস্থ নারীর মাঝে এ উপহার বিতরণ করা হয়।

জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরীব, অসহায় ও বিধবা মহিলাগণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শহীদুল্লাহ এর হাত থেকে উপহারের নগদ টাকা গ্রহণ করেন।

জানা গেছে, গরীব ও অসহায়দের জন্য খাদ্য ও চিকিৎসা ভাতা, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বৃত্তি, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ছাড়াও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আর্থিক সেবা প্রদানসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ডা. শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশন।

এ ব্যাপারে ফাউন্ডেশনের চেয়ারম্যান  ডা. মো. শহীদুল্লাহ বলেন, সেবামূলক যে সকল কার্যক্রম চালু আছে তার পাশাপাশি একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করার ইচ্ছা আছে। এদেশের ছেলে-মেয়েরা কারিগরি শিক্ষা গ্রহণ করে বিদেশে গিয়ে যাতে বিড়ম্বনার শিকার না হয়। সেজন্য কাজ করার ইচ্ছে আছে ফাউন্ডেশনের।

সমাজের বিত্তবানদের কাছে একটা মেসেজ দিতে চাই,  নিজে ভালো থাকুন, প্রতিবেশীকে ভালো রাখুন। তবেই দেশ ভালো থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর