কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ফারইস্টের মরণোত্তর বীমা দাবির ১০ লাখ টাকার চেক হস্তান্তর

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১০ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৪:৪১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহক মরহুম ওমর ফারুক এর মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে পাকুন্দিয়া সাংগঠনিক অফিসে মরহুম ওমর ফারুকের নমিনী তার মা জামিলা খাতুনকে ১০ লাখ ৮১ হাজার ৩৪০ টাকার চেক হস্তান্তর করা হয়।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পাকুন্দিয়া সাংগঠনিক অফিসের এজিএম-০১ এন্ড ইনচার্জ শাহ মো. শামীম মিয়ার সভাপতিত্বে বীমা দাবির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামসুন্নাহার আপেল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনের এসভিপি এন্ড ইনচার্জ অধ্যাপক মো. আবুল কাশেম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জাফরুল ভুঁইয়া, কিশোরগঞ্জ সার্ভিস সেন্টারের জিএম এন্ড ইনচার্জ এসএম জিয়াউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের ওমর ফারুক পাকুন্দিয়া সাংগঠনিক বীমা অফিসের নিকট ৪ লাখ টাকা জমিয়ে সেখান থেকে আড়াই লাখ টাকা তোলে নেন। পরে করোনার সময় তিনি মৃত্যু বরণ করেন।

মরহুমের মা জামিলা খাতুন ১০ লাখ ৮১ হাজার ৩৪০ টাকার চেক পেয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর