কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

 তাড়াইল সংবাদদাতা | ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৩১ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলার ৭০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও উপজেলার সাতটি ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের ৩০ জন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষক ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক এ কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকালে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া এবং উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত।

সঞ্চালনায় ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার নূরুল আলম।

প্রধান অতিথির বক্তৃতায় তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সমাজে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইসলামি ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর