কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বিশিষ্টজনদের হাতে রাষ্ট্রপতির শুভেচ্ছা উপহার তুলে দিলেন রাসেল আহমেদ তুহিন

 স্টাফ রিপোর্টার | ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৮:০০ | রকমারি 


কিশোরগঞ্জে সাংবাদিক, ক্রীড়াবিদ, সংগঠক, কবি-সাহিত্যিক, সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেণিপেশার পাঁচ শতাধিক বিশিষ্টজনের হাতে নতুন বছরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি কিশোরগঞ্জের সাংবাদিক, ক্রীড়াবিদ, সংগঠক, কবি-সাহিত্যিক, সংস্কৃতিসেবীসহ বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব সংস্কৃতিজন নারায়ণ চন্দ্র দেব।

এতে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক একেএম শামছুল ইসলাম খান মাছুম, ছড়াকার ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক এডভোকেট ইফতেখারুল ইসলাম পাভেল, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, সনাক সভাপতি ম. ম. জুয়েল, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, ক্রীড়া সংগঠক শুভ আল মাহমুদ প্রমুখ।

আলোচকগণ বলেন, রাসেল আহমেদ তুহিন মহামান্য রাষ্ট্রপতির ছেলে হিসেবে নয় একজন সমাজ ও মানবদরদী মানুষ হিসেবে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে নিরবে তাদের কল্যাণে কাজ করে গেছেন।

আগামী দিনগুলোতেও তিনি তাঁর এই কর্ম তৎপরতা অব্যাহত রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রাসেল আহমেদ তুহিন এর সহধর্মিণী নূসরাত মুক্তাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে মানস কর এর নির্দেশনায় একতা নাট্যগোষ্ঠীর গীতি নৃত্যনাট্য ‘মহুয়া সুন্দরী’ মঞ্চস্থ হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর