কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নাট মন্দির উদ্বোধন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২১ জানুয়ারি ২০২৩, শনিবার, ৭:৪২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়ার নাট মন্দির উদ্বোধন এবং ২ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মঠখোলা এলাকায় মন্দির প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক গনেশ চন্দ্র সাহা (সিআইপি)।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া নাট মন্দিরের সভাপতি তনুজ কুমার সাহা।

এতে বক্তব্য দেন মন্দিরের সাধারণ সম্পাদক মাধব ঘোষ, উপদেষ্টা বিপ্লব মোহন চৌধুরী, উপদেষ্টা বিজন কুমার সাহা, সমীরন কুমার চক্রবর্তী ও পাকুন্দিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার।

মন্দিরটি নির্মাণে দেড় কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন মন্দির সংশ্লিষ্টরা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর