কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

 স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারি ২০২৩, সোমবার, ৮:২৬ | কিশোরগঞ্জ সদর 


বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা প্রতিবাদ, ঔষধ, কাগজ, সার, কীটনাশক, জ্বালানি তেল, ভোগ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, লুটপাট-ঘুষ দুর্নীতি বন্ধ করা এবং ‘তদারকি সরকার’ এর অধীনে সংখ্যাানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (৯ জানুয়ারি) বিকালে জেলা শহরের গৌরাঙ্গবাজার স্টেশন রোডে বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমী কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা বাসদ এর সদস্য সচিব এডভোকেট মাসুদ আহমেদ ভূঁইয়া, জেলা কৃষক সমিতির সভাপতি এনামুল হক ইদ্রিছ, বাসদ নেতা এডভোকেট মাসুদ রানা প্রমুখ।

কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফিকুল ইসলাম, জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম সাত্তার, জেলা সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক ভূঁইয়া, নূরুল হুদা দুলাল, রঞ্জিত সরকার প্রমুখসহ বাম জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর