কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মিনি সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 পাকুন্দিয়া সংবাদদাতা | ৭ জানুয়ারি ২০২৩, শনিবার, ৮:০৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শাপলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার চরপাকুন্দিয়া মৌলভিবাড়ি মাঠে জমজমাট এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফজলুল করিম ফারুক মাস্টারের সভাপতিত্বে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও অতিরিক্ত এটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান বাদল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র এজিএস এডভোকেট একেএম হাবিবুর রহমান চুন্ন, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. আজিজুল হক, পাকুন্দিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম আরিফ, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সেলিম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেন জনি।

রিজেন্সি স্পোর্টিং ক্লাব বনাম মানুল্লার চর একাদশ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে মানুল্লার চর একাদশকে হারিয়ে রিজেন্সি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

পরে বিজয়ীদের মাঝে একটি ২৪ ইঞ্চি রঙিন টিভি এবং রানার্স আপ দলের মাঝে একটি স্মার্ট ফোন পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল বলেন, জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে গ্রামে গ্রামে আরও বেশি করে খেলার আয়োজন করা দরকার। খেলাধুলার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর