কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে চার সন্তানের জনক গ্রেপ্তার

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৭:২৮ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে ১১ বছরের এক বালককে বলাৎকারের অভিযোগে আব্দুল লতিফ (৫০) নামে চার সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) হোসেনপুর বাজারের মিষ্টিপট্টি এলাকার বেইলি ব্রীজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হোসেনপুর থানার এসআই রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল লতিফ হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর গ্রামের গদু মিয়ার ছেলে।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু জানান, বলাৎকারের শিকার ছেলেটি খুবই সহজ সরল। এর আগেও সে একাধিক বার বলাৎকারের শিকার হয়েছে।

কিন্তু সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাড়ি থেকে ৩শ’ গজ দুরে তাল গাছের নিচে নির্জন স্থানে বলাৎকারের সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় বলাৎকারকারী আব্দুল লতিফ পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন মঙ্গলবার (২০ ডিসেম্বর) বলাৎকারের শিকার শিশুটির বড়ভাই নারী ও শিশু নির্যাতনের আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেপ্তার করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর